শহীদ মিনারে ফুল দিলেন আওয়ামী লীগ প্রধান ও দলীয় নেতারা
ওয়ান নিউজঃ আওয়ামী লীগ প্রধান ও দলীয় নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য অর্পনের পর তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্পীকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে ১৪ দল , জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষে রওশন এরশাদ, সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, আইজিপি, র্যাবের ডিজি, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, এটর্নি জেনারেল মাহবুবে আলম, সেক্টর কমান্ডার্স ফোরাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।
এরপর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আসিফুর রহমানসহ সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদসহ সমিতির সদস্যবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.