শহীদদের স্মরণে কেরানীহাট নিউ মার্কেট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন সম্পন্ন

 

মো: রাকিব উদ্দিন, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় ৩৬ জুলাই শহীদের স্মরণে কেরানীহাট নিউ মার্কেট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন হয়। ১৭ই জানুয়ারি (শুক্রবার) রাত নয় টায় কেরানীহাট টার্প স্পোর্টস এরেনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহণ করেছেন। উদ্বোধনী ম্যাচে দুই শক্তি শালী দল মোকাবেলা করে, ইসকন হামলায় নিহত শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ একাদশ বনাম শহীদ তাহমিদ তামিম একাদশ। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে, অতিরিক্ত সময় শেষে ট্রাইব্রেকারে শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ একাদশ ২-০ গোলে পরাজিত করে শহীদ তাহমিদ তামিম একাদশ কে।উক্ত খেলায় ম্যাচ সেরা হয় শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ একাদশের অধিনায়ক মো: রাকিব উদ্দিন। উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মো: শহর মুল্লুক রাশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জনাব মাষ্টার আব্দুর রজ্জাক, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অত্র সমিতির সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন, ক্রীড়া সম্পাদক রাকিব উদ্দিন, প্রচার সম্পাদক আহমদ নবী, পরিচালক সোহেল, রিদয়, সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী জহির, ফারুক আজম, আনেয়ার, টিটু প্রমুখ।

উক্ত উদ্বোধনী খেলায় সভাপতি বক্তব্যে বলেন, মার্কেটের ব্যবসায়ী এবং কর্মচারীদের ব্যবসায়ের পাশাপাশি তরুন প্লেয়ার গড়ে তুলতে এ আয়োজন এবং বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহন করা ও খেলোয়াড়দের মান উন্নয়ন করতে এ আয়োজন বলেন ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.