শহরে পঊষী, ঝাউবন, রান্নাঘর এবং নিরিবিলি শাহিন রেস্তোঁরাকে জরিমানা
স্টাফ রিপোর্টারঃ পর্যটন নগরী কক্সবাজার শহরের অতি পরিচিতি, সুনামধন্য পঊষী, ঝাউবন, রান্নাঘর এবং নিরিবিলি শাহিন রেস্তোঁরাসহ চার অভিজাত রেস্তোঁরায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সেলিম আহমেদ ও ফারজানা প্রিয়ংকার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ করায় ভোক্তাধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় পঊষী, ঝাউবন, রান্নাঘর এবং নিরিবিলি শাহিন রেস্তোঁরায় পৃথক পৃথকভাবে সর্বমোট ২২হাজার টাকা জরিমানা করে। অভিযানে সহযোগিতা করেন কক্সবাজার ১০ আনসার ব্যাটালিয়ন এর একটি টিম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.