শহরে কটেজ থেকে ৮০০০ ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলীর শাহ আমানত কটেজ বর্তমানে মেঘলা রিসোর্ট থেকে ৮০০০ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব।
তারা হলো- ওই কটেজের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, ম্যানেজার হুমায়ুন, কর্মচারী ইকবাল হোসেন, শফিউল আলম। পরে তাদেরকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আসামীদের কারাগারে পাঠিয়েছে আদালত।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গিয়াস। মামলাটি তদন্ত করছেন এসআই আমজাদুর রহমান।
স্থানীয়রা জানিয়েছে, কলাতলীর বেশ কয়েকটি আবাসিক হোটেল- কটেজে ইয়াবা ও দেহ ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। বসে জমজমাট মাদক ও জুয়ার হাট। সেখানে শাহ আমানত কটেজ অন্যতম। এসব কটেজে পুলিশ অনেকবার অভিযানও চালিয়েছিল। নাসিরের বিরুদ্ধে বিভিন্ন অপরাধকর্মের অভিযোগ রয়েছে। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাসিরসহ চারজনকে আটক করেছে র‌্যাব।
তবে, নাসিরের নেপথ্যে রয়ে গেছে আরো অনেক রাঘববোয়াল। যাদের আইনের আওতায় আনতে পারলে হোটেল মোটেল জোনের অপরাধ জগৎ অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে বলে মন্তব্য সেখানকার বাসিন্দাদের।
এদিকে, নাসিরের অপরাধ জগতের ঢেরায় র‌্যাবের অভিযানের পর তার সহযোগিরা পালিয়ে গেলেও কটেজটি নিয়ন্ত্রণে নিয়েছে আরো কিছু অপরাধী। সেখানে অনেক দাগি আসামীও রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে।

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.