শহরে ‘কউক’র অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারণ অভিযান

প্রেসবিজ্ঞপ্তিঃ 

আজ (১৮ই এপ্রিল) বুধবার সকাল ১০ টায় হতে বিকাল ৩টা পর্যন্ত শহরের বাহারছড়া ও কলাতলী এলাকায় কউক অভিযান পরিচালনা করে বিধি বহির্ভুত অননুমোদিত ইমারত অপসারণ ও অবৈধ (স্থাপনা) উচ্ছেদ করা হয়েছে।কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদ এর নির্দেশনা মতে কউকের নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার কাজী ফজলুল করিম ও কউক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সচিব মোঃ শেখ ছাদেক এর নেতৃত্বে ইমারত নির্মাণ আইন ১৯৫২ তৎ সংশোধনির ১৯৮৭ এর ৬এর (১), ৬ এর (২) ধারা মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সকাল ১০টার সময় শহরের উত্তর বাহার ছড়ার সিরাজ-নজির রোডে ৯তলা এবং ৭ তলা ভবনের বিধি বহির্ভুত নির্মিত অংশ ভেঙ্গে অপসারণ করা হয়েছে। উল্লেখ্য যে, ইতিপূর্বে তাদের কে বিধি বহির্ভুত ইমারত নির্মানের কারনে ইমারত নির্মাণ আইন ১৯৫২ তৎ সংশোধনী আইনের ৩বি, ৩বি (৩), ৭(১) এবং ৬(১) ধারা মোতাবেক তিনটি নোটিশ প্রদান করা হয়। কিন্তু ইমারতের মালিক কোন কার্যক্রম গ্রহন না করার কারণে এ অভিযান পরিচালনা করা হয়। অন্য দিকে কলাতলি প্রধান সড়কের পশ্চিমপার্শে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় কউকের সদস্য প্রকৌশল লে. কর্ণেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব ও পিডিবি এসডিই উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে র‌্যাব ৭ এবং পুলিশের টিম সর্বাত্তক সহযোগীতা করেন।
এ বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদ বলেন, কক্সবাজার কে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আকর্ষনীয় পর্যটন নগরী হিসাবে গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এ  ব্যাপারে সকলের সহোযাগিতা কামনা করেন।।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.