শহরতলীতে ছিনতাইকারীর হামলায় ব্যবসায়ী আহত,নগদ টাকাসহ মোবাইল লুট

এম আর খোকন,কক্সবাজার
সদর উপজেলার কাছে ডিককুলে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩/৪ জনের সশস্ত্র ছিনতাইকারীরা এ সময় এক পান ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করে তার কাছে রক্ষিত পান বিক্রির নগদ ৭৪ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে। হামলার শিকার শফি আলম (৪০) নামের এ ব্যবসায়ীর আর্তচিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে চিহ্নিত ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালে চিকিৎসাধীন শফিউল আলম জানান সদর উপজেলার পান বাজার থেকে পান বিক্রি করে দক্ষিণ ডিককুলের তার মালিক আব্দুস সালামের বাড়ি যাওয়ার পথে চিহ্নিত ৩ সন্রাসী যথাক্রমে আব্দুল শুক্কুর,আবু বক্কর, মোঃ রবিসহ ৩/৪ জন পথে গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে তার মালিকে সন্ধান চান।সে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করলে সফিউল আলমের উপর হামলা করে। এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করে রক্ষিত পান বিক্রির নগদ ৭৪ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দারা জানান হামলাকারীরা বহু মামলার পলাতক আসামি। গ্রামবাসীরা জানান শুক্কুর নিজেকে এলাকায় কথিত সাংবাদিক পরিচয় ও রবি থানার দালাল পরিচয়ে সাধারণ নিরহ মানুষদের জিম্মি করে প্রায় সময়ে এ ধরনের অপরাধ সংঘটিত করছে। এলাকার সচেতন মহল তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.