শরীর দেখালে পুরোটা দেখান, রাইমাকে নেটিজেন

বিনোদন ডেস্ক:
প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি অভিনেত্রী রাইমা সেনের নতুন ছবিতে তোলপাড় নেটমাধ্যম। নগ্ন ছবিতে তাকে ‘মোহময়ী’ লাগছে বলে দাবি সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের। এক নেটিজেন রাইমাকে কটাক্ষ করে লিখেছেন, ‘প্রকৃতির সৃষ্টিকে ঢেকে রেখেছেন কেন? শরীর দেখাতে চাইলে পুরোটা দেখান’।

রাইমা যে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, সেটি তুলেছেন পশ্চিমবাংলার বিখ্যাত ফটোগ্রাফার তথাগত ঘোষ। এই ফটোগ্রাফারের সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ‘বিশেষ বন্ধুত্ব’ নিয়ে এক সময় বেশ ফিসফিসানি চলেছে টলি-পাড়ায়। এক নেটিজেন তাকে টেনে এনে মন্তব্য করেছেন, ‘সব মজা তথাগত স্যারের’।

কিন্তু কী এমন আছে ওই ছবিতে। দেখা যাচ্ছে, ক্যামেরার দিক থেকে পাশ ফিরে রয়েছেন রাইমা। দেহের ঊর্ধ্বাঙ্গে কোনো পোশাক নেই। নীচে নীল রঙা জিন্স। শরীরের সামনের অংশ ঢেকে রেখেছেন একটি আলগা কাপড়ে। খোলা চুল তার কাঁধ বেয়ে নীচে নেমেছে।

হাতে গোনা কয়েকজন বাজে মন্তব্য করলেও অধিকাংশ অনুরাগী রাইমার এই ছবি দেখে মুগ্ধ। এক জনের মন্তব্য, ‘বঙ্গোপসাগরের মৎসকন্যা’র মতো লাগছে রাইমাকে। এছাড়া নায়িকার এই ছবিতে কয়েক ঘণ্টায় প্রায় লাখ খানেক লাইকও পড়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.