শনাক্ত হয়েছে মন্ত্রীর মোবাইল ছিনতাইকারী

ডেস্ক নিউজ:
অবশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাইকারীকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তবে শুক্রবার (৪ জুন) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হয়নি ছিনতাই হওয়া মোবাইলটিও। পুলিশ কর্মকর্তারা বলছেন, শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

শুক্রবার মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আসম মাহতাব উদ্দিন বলেন, ‘সে একজন মাদকসেবী। বিজয় সরণির উড়োজাহাজের নিচেই থাকতো। তবে ঘটনার পর থেকে পলাতক। ওই এলাকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে, সিসি ফুটেজ পর্যালোচনা এবং অতীতের কিছু ঘটনার সংশ্লিষ্টতা খতিয়ে ওই ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। সে পেশাদার মাদকসেবী (হেরোইনে আসক্ত)। তাকে গ্রেপ্তারে পুলিশের সঙ্গে সরকারের গোয়েন্দারা কাজ করছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, বিজয় সরণির ঘটনাস্থলের রাস্তায় ক্লোজ সার্কিট ক্যামেরা নেই। তবে আশপাশের বাসাবাড়ি ও রাস্তার সিসি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। এরপরই সন্দেহভাজন ওই মোবাইল ছিনতাইকারীকে সনাক্ত করা গেছে। তাকে ধরতে রাজধানীর বিভিন্ন স্থান ও ঢাকার বাইরেও অভিযান অব্যাহত আছে। তাকে গ্রেফতার করতে পারলেই মন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল টিও উদ্ধার করা সম্ভব হবে। তবে মোবাইলটি এখনো পর্যন্ত বন্ধ আছে।

উল্লেখ্য, রোববার (৩০ মে) অফিসের কাজ সেরে বাসায় ফিরছিলেন মন্ত্রী এম এ মান্নান। মন্ত্রীর গাড়িটি বিজয় সরণির ট্রাফিক সিগন্যাল এসে দাঁড়ালে তিনি নিজের ব্যবহৃত মোবাইলে (আই ফোন) কথা বলছিলেন। তবে এ সময় গাড়ির জানালা খোলা ছিল। ওই মাদকসেবী এসে ছো মেরে মন্ত্রীর হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। পরে এ ঘটনায় মন্ত্রীর পিএস বাদি হয়ে কাফরুল থানায় মামলা করেন। এরপরই আইন-শৃঙ্খলা নড়েচড়ে বসে ছিনতাইকারীকে গ্রেফতারে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.