শঙ্কা থাকা সত্ত্বেও লাহোরে আজ পিএসএল ফাইনাল

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও লাহোরে আজ মাঠে গড়াচ্ছে পিএসএল ফাইনাল। বাংলাদেশ সময় রাত ৯টায় পেশোয়ার জালমির মুখোমুখি হবে কোয়েটা গ্লাডিয়েটর্স। শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এদিকে নিরাপত্তা অজুহাতে লাহোরে যেতে রাজি হননি কোয়েটা গ্লাডিয়েটর্সের কেভিন পিটারসেন, ব্রেন্ডন ম্যাককালাম, টাইমাল মিলস, লুক রাইট ও রিলে রুশো।

তাদের পরিবর্তে কোয়েটা দলে নিয়েছে পাঁচজন বিদেশি খেলোয়াড়। তারা হলেন- বাংলাদেশের এনামুল হক বিজয়, দক্ষিণ আফ্রিকার মরনে ভন উইক, জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা ও শন আরভিন, ওয়েস্ট ইন্ডিজের রিয়াদ এমরিট।

নিরাপত্তা ঝুঁকিতে থাকা পাকিস্তানে বিদেশি ক্রিকেটাররা খেলবেন ভয় নিয়েই; তা বলার অপেক্ষা রাখে না। তবে বিজয়-স্যামিদের যে নিরাপত্তা আশ্বাস দিয়েছে পাকিস্তান বোর্ড। তা বাস্তবায়ন করতে পারলেই হয়। নইলে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে বড় ধরনের অনিশ্চয়তাই তৈরি হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.