লড়াইয়ে শাহরুখের কাছে ধরাশায়ি ঋত্বিক
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ বক্স অফিস দখলে বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘রইস’-এর কাছে রীতিমত ধরাশায়ি বলিউডের সবচেয়ে পুরুষালি অভিনেতা ঋত্বিক রোশানের ছবি ‘কাবিল’। মুক্তির প্রথম দিনে শাহরুখের ‘রইস’ যেখানে আয় করলো প্রায় একুশ কোটি রূপি, সেখানে ঋত্বিকের কাবিলের আয় মাত্র আট কোটি রূপি!
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত বছরের প্রতীক্ষিত ছবি ‘রইস’, একইদিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঋত্বিকের ‘কাবিল’ ছবিটি। মুক্তির আগেই প্রেক্ষাগৃহে বিশাল বাজেটের দুই ছবি মুক্তি নিয়ে ছিল নানা আলোচনা সমালোচনা। দুটো ছবি একই দিনে যাতে মুক্তি না পায় সে জন্য ঋত্বিকের বাবা রাকেশ রোশানও শাহরুখকে তার ‘রইস’-এর মুক্তি পেছানোর সুপারিশ করেছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত কেউ নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াননি। তাই অঘোষিতভাবেই বক্স অফিস দখলে শাহরুখের অন্যতম প্রতিদ্বন্দ্বি হয়ে উঠেন ঋত্বিক। তাদের আচরণেও সেটা অনুমান করা যাচ্ছিল। কিন্তু মুক্তির পর বক্স অফিসের প্রথম দিনের আয়ের দিক দিয়ে শাহরুখের কাছে রীতিমত উড়ে গেলেন ঋত্বিক রোশান।
বলিউডমুভিরিভিউজ.কম-এর মতে মুক্তির প্রথম দিনে শাহরুখ খান ও মাহিরা খান অভিনীত ‘রইস’ ছবিটি শুধু ভারতেই আয় করে ২১ কোটি রূপি। অন্যদিকে ঋত্বিক রোশানের ‘কাবিল’ আয় করে মাত্র ৮ কোটি রূপি।
যদিও ঋত্বিক রোশানের ছবির চেয়ে শাহরুখ খানের ছবির বাজেট বেশী। ‘রইস’ ছবিটির বাজেট ছিল সব মিলিয়ে ৮৫ কোটি রূপি। তাও শাহরুখের পারিশ্রমিক ছাড়া। অন্যদিকে ঋত্বিকের ‘কাবিল’ ছবির বাজেট চল্লিশ কোটি রূপি। বাবা রাকেশ রোশানের প্রযোজনায় এই ছবি থেকে ঋত্বিক রোশানও এখনও পারিশ্রমিক নেননি। এছাড়াও শাহরুখের ‘রইস’ মুক্তি পেয়েছে প্রায় সাড়ে তিন হাজার সিনেমা হলে, অন্যদিকে ঋত্বিকের কাবিল মুক্তি পেয়েছে প্রায় আড়াই হাজার প্রেক্ষাগৃহে। এইসব দিক বিবেচনায় শাহরুখের কাছে ঋত্বিকের উড়ে যাওয়া বিস্ময়ের কিছু নয়!
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.