লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বাদশা খালেদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিকার ( ৫ ডিসেম্বর) বিকেল উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় এলাকার সর্বস্তরের জনসাধারণ’র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বুধবার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম হাজারবিঘা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট। এ সময় মাটিভর্তি একটি ডাম্প ট্রাক ও ২ শ্রমিককে আটক করে নিয়ে আসার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা ও সার্ভেয়ার সহায়ক কর্মচারী সাজ্জাদ হোসেনের উপর হামলার করে শ্রমিকরা। এ ঘটনার ব্যাপারে একইদিন যুবলীগ নেতা বাদশা খালেদসহ ৪ জনকে অভিযুক্ত করে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যুবলীগ নেতা বাদশা খালেদ ভ্রাম্যমান আদালতের উপর হামলার ঘটনার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন না। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তানা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন।
মানববন্ধনে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এরশাদ হোসাইন, যুবলীগ নেতা খানে আলম, কামাল উদ্দিন, রেজাউল করিম ও মো: সেলিমসহ এলাকার প্রায় দু’শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.