ওয়ান নিউজঃ আইন মেনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের আশ্বাস দিয়েছেন চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধির সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আইন মেনে নির্বাচন হবে। এরমধ্যে যাচাই–বাছাই করে পুরোনো সদস্য নরায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে। রাজনৈতিক পট–পরিবর্তনের পর দেশে সুন্দর পরিবেশ বিরাজ করছে।’
তিনি বলেন, ‘পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে চাই। তা না পারলে দায়িত্ব থেকে সরে যাবো।’
চেম্বারের সাবেক সিনিয়র সহ–সভাপতি ও নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেন, ‘চট্টগ্রাম চেম্বারে ২০ বছর ধরে কোনো নির্বাচন হয়নি। ব্যবসায়ীরা ভোট দিতে পারেননি। সাবেক একজন এমপির পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। তার পছন্দ–অপছন্দের লোক নিয়ে সিলেকশন কমিটি করা হতো। ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। নতুন প্রজন্মকে আমরা আবর্জনামূলক পরিবেশ দিতে চাই না। চেম্বারের ২০ বছরের আবর্জনা–জঞ্জলা ঝেড়ে সবাইকে নিয়ে সুষ্ঠু ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহ–সভাপতি ও দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম চেম্বার পারিবারিক এসোসিয়েশনে পরিণত হয়েছে। এটাকে চেম্বার বলা যাবে না। চেম্বারকে কুক্ষিগত করার কারণে চট্টগ্রামের প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে মেট্রোপলিটন চেম্বার, ওমেন চেম্বারসহ বড় বড় সংগঠন সৃষ্টি হয়েছে। আমরা আশা করবো, বর্তমান প্রশাসকের নেতৃত্বে সুন্দর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠন পরিচালনা করবেন।’
ব্যবসায়ী নেতা মোস্তাক আহমদ চৌধুরী বলেন, চেম্বারে কখনো প্রান্তিক ও সাধারণ ব্যবসায়ীরা কথা বলতে পারেননি। এখন পারিবারিক নয়, সত্যিকার ব্যবসায়ীদের নিয়ে জবাবদিহিমূলক নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা মাহবুব রানা, একরামুল করিম চৌধুরী, কামরুল হুদা, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, এম এ হাশেম রাজু, মোহাম্মদ আলমগীর, মোজাম্মেল হক, মামুনুল ইসলাম, আজিজুল হক, মো. সেলিম কায়সার, জাফর আহমদ, মো. আবদুর রাজ্জাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
I just like the helpful information you provide in your articles