লুৎফুর রহমান কাজলের মনোনয়নপত্র সংগ্রহ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সাবেক সংসদ সদস্য লুৎফুর ররহমান কাজল সংসদ নির্বাচন করার লক্ষে তাঁর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। কক্সবাজার জেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে ২৫ নভেম্বর রোববার বেলা সাড়ে বারটার দিকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় অন্যান্যের মধ্যে- কক্সবাজার সদর উপজেলা বিএনপি’র সভাপতি সুবেদার (অব:) আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জিকু চেয়ারম্যান, কক্সবাজার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, রামু উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মেরাজ আহমদ চৌধুরী মাহিন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি’র সভাপতি শহীদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক শওকত আলম, সাবেক স্পেশাল পিপি এডভোকেট শাহাবুদ্দীন, কক্সবাজার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুল কাইয়ুম, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন রিপন, সাবেক সভাপতি রাশেদুল হক রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন, পৌর বিএনপি নেতা জয়নাল আবেদীন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমীর আলী, ছাত্রনেতা সরওয়ার রোমন, সাইফুর রহমান নয়ন, সিটি কলেজ ছাত্রদলনেতা রাশেদ উপস্থিত ছিলেন বলে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের একান্ত সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানিয়েছেন। উল্লেখ্য, বিএনপি কেন্দ্রীয়ভাবে এখনো মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষনা নাকরলেও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে লুৎফুর রহমান কাজলকেই বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন প্রদানের বিষয়টি ইতিপূর্বে নিশ্চিত করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.