লিংক রোডে ২ ঘন্টা যানজট
শাহী কামরান:
কক্সবাজার শহরে প্রবেশদ্বার লিংক রোডে তীব্র যানজট প্রতিদিনের চিত্র।
শুক্রবারও ভিন্ন হয়নি। বেলা ১টা থেকে প্রায় দুই ঘন্টা দীর্ঘ যাজেটের কবলে পড়তে হয়েছে যাত্রী ও সাধারণ মানুষদের। অধা ঘন্টার কাজে পৌঁছতে তিন ঘন্টা লেগেছে। আর জট ছুড়াতে দেখা যায়নি কোন ট্রাফিক পুলিশের সদস্যকে। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিলনা। স্থানীয়দের তাগাদার পর সমাধান করতে লেগে যায় প্রায় ২ ঘন্টা।
লিংক রোড বাসীর প্রশ্ন, দীর্ঘদিনের যানজট সমস্যা কখন সমাধান হবে? কে নিরসন করবে?
স্থানীয়রা জানায়, বেশ কয়েক বছর আগে বাস কাউন্টারগুলো সরানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা হচ্ছেনা।যত্রতত্র সব বাস কাউন্টার রয়েই গেছে। তার উপর অতিরিক্ত টমটমের চাপ। সব মিলিয়ে যানজট থেকেই যাচ্ছে।
শহরের প্রবেশদ্বার যানজটমুক্ত করা না গেলে পর্যটন শহরের বদনাম হবে। পাশাপাশি স্থানীয়দের ভোগান্তি কমবেনা। বিষয়টি বিবেচনায় আনতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে লিংকরোডবাসী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.