মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় স্বামীর সাথে অভিমান করে ফতেমা বেগম (১৯) নামের এক গৃহবধূ আত্নহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বামহাতির ছড়া এলাকার জামতলী গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা বেগম জামতলী গ্রামের বাসিন্দা মো. ইউছুফ আলীর স্ত্রী।
সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে মো. ইউছুফ আলী ও তার স্ত্রী ফাতেমা বেগমের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ফাতেমা বেগম বৃহস্পতিবার দুপুরে অভিমান করে ঘরের বীমের সাথে ফাঁস দেয়। পরে স্বজনেরা ঘরে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে লামা থানা পুিলশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গৃহবধূ ফাতেমা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.