লামায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের লামা পৌরসভা এলাকায় ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. বাদশা (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার পশ্চিম শীলেরতুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাদশা ওই এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। অভিযোগে জানা যায়, শীলেরতুয়া এলাকার বাসিন্দা মহি উদ্দিনের কন্যা শিশু (৫) বৃহস্পতিবার বিকালে অন্যদের সঙ্গে লুকোচুরি খেলার সময় মো. বাদশা ফুসলিয়ে তামাক ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে বাদশা গা ঢাকা দেয়। পরে এ ঘটনায় শিশুটির মা রহিমা বেগম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন (মামলা নং- ১২, তারিখ- ২৩/০২/১৭ইং)। মামলার সূত্রধরে রাতেই অভিযুক্ত মো.বাদশাকে গ্রেফতার করে পুলিশ। তবে কিশোর বাদশার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেছে তার মা-বাবা। শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর বাদশাকে গ্রেফতারের সত্যতা লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.