লাগাতার অবস্থান কর্মসূচিতে নামছেন নন-এমপিও শিক্ষকরা
ওয়ান নিউজঃ এমপিওভুক্তিসহ ছয় দফা দাবিতে আগামীকাল বুধবার (১১ জানুয়ারি) থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে নামছেন নন-এমপিও শিক্ষকরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন এ কর্মসূচি ঘোষণা করেন।
ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, বুধবার সকাল ১০টা থেকে থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণের জন্য ফেডারেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
এর আগে গত মাস ডিসেম্বরে এমপিওভুক্তিসহ ছয় দফা দাবিতে আন্দোলন করে নন-এমপিও শিক্ষকরা। তারা বলেন, এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন হলেও বার বার মিথ্যা আশ্বাস দিয়েছে। এ কারণে এবার ক্লাস ছেড়ে অধিকার আদায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
শিক্ষ ব্যবস্থা জাতীয়করণ, সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্তকরণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্বন্বয় ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, মেডিকেল ভাতা, বৈশাখী ভাতা, পূর্বের ন্যায় টাইমস্কেল প্রদানসহ ছয় দফা দাবি করেন তারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.