লকডাউনের দ্বিতীয় দিনে রাজশাহীতে ৯১ জনের বিরুদ্ধে মামলা, জরিমানা

রবিউল ইসলাম খোকন, রাজশাহী:
রাজশাহী নগরে শিথিলতার পরে আবারো লকডাউনের দ্বিতীয়দিন শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্যবিধি না মানায় ৯১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ সময়ের মধ্যে জরিমানা করা হয়েছে সাড়ে ৬০ হাজার টাকা। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ শনিবার রাত সাড়ে আটটায় এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শুক্রবার সকাল থেকে রাজশাহী নগরী ও উপজেলা গুলোতে এই জমিমানা করা হয়। এর মধ্যে নগরীতে ২২ টি মামলায় ১৯ হাজার ৩০০ শত টাকা জরিমানা করা হয়। আর জেলার উপজেলা গুলোতে ৭৪ টি মামলায় ৪১ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়। অন্যদিকে স্বাস্থ্যবিধি না মানায় একজনকে কারাদন্ড দেওয়া হয়েছে। এর মধ্যে জেলায় সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে পুঠিয়া উপজেলায় এই উপজেলায় মোট ৪১ টি মামলায় ২৯ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন চলাকালে সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে দণ্ডবিধি-১৮৬০ এবং সংক্রামক রোগপ্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল আইন-২০১৮ সালের আইনে ৭৫ জনকে মামলা দেওয়া হয়েছে। একই সময়ে অসচ্ছল এক হাজার মানুষকে এক হাজারটি মাস্ক বিতরণ করা হয়েছে। মোহাম্মদ কাউছার হামিদ আরও বলেন, সর্বাত্মক লকডাউন চলাকালে বিধিনিষেধ অনুযায়ী জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের বাইরে কেউ দোকানপাট খুলতে পারবে না। এ সময়ে অপ্রয়োজনে কেউ বাইরেও বের হতে পারবে না। জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। কিন্তু লক্ষ করা গেছে, এই সময়েও কেউ কেউ দোকান খুলেছে। তাদের জরিমানা করা হয়েছে। এ ছাড়া যাঁরা মাস্ক পরেননি কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন, তাঁদেরও মামলা দেওয়া হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.