র্যাবের অভিযান, জেনারেল হাসপাতালকে ৭ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, কক্সবাজার শহরের র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। বুধবার দ্বিতীয় দিনের মতো অভিযানে কক্সবাজারের বেসরকারি ক্লিনিক জেনারেল হাসপাতালকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্যালাইন, ইনজেকশন ব্যবহার ও অপারেশন থিয়েটারের অপরিচ্ছন্নতার দায়ে এই দন্ড দেয়া হয়েছে। র্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেন। একই অভিযোগে হাসপাতাল এলাকার ডিজিটাল হাসপাতাল ও কক্সবাজার পানবাজার সড়কে বিভিন্ন ওষুদের দোকানে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে।
মেজর মো. রুহুল আমিন জানান, সন্ধ্যা পর্যন্ত অভিযান চলবে। বিস্তারিত অভিযানের পর জানানো হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.