রোহিঙ্গা শিবিরে চলমান বিভিন্ন প্রকল্পে সন্তোষ জাতিসংঘের প্রতিনিধিদলের

নিজস্ব প্রতিবেদক:
ভাসানচর পরিদর্শন শেষে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর সহকারী হাই কমিশনার প্রটেকশন মিস গিলিয়ান ট্রিগস এবং সহকারী হাই কমিশনার অপারেশন মি রউফ মাজাও।

প্রতিনিধি দল ককক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তারা সিআইসি ও কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে মঙ্গলবার (১ জুন) সকালে ইউএনএইচসিআর-এর এই দুই সহকারী হাই কমিশনারের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো.খলিলুর রহমান খান বলেন, রোহিঙ্গা শিবিরে গিয়েই প্রথমে তারা ইউএনএইচসিআর পরিচালিত কোভিড-১৯ আইসোলেসান সেন্টারে যান। সেখান থেকে ক্যাম্প ৯ এর রেজিস্ট্রেশন সেন্টারে যান। এরপর তারা কক্সবাজার রোহিঙ্গা শিবিরে পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য ও লাইভলিহুড প্রকল্পগুলো দেখেন।

তবে এবারের সফরে কক্সবাজরে আনুষ্ঠানিকভাবে কোনো রোহিঙ্গা সঙ্গে কথা বলেননি বলে জানান এই কর্মকর্তা।

পরে ৪ নম্বর রোহিঙ্গা শিবিরের সম্মেলন কক্ষে কক্সবাজারের পুরো রোহিঙ্গা ক্যাম্পগুলোর ক্যাম্প ইনচার্জ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এতে আরআরআরসি শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত আরআরআরসি মোহাম্মদ সামছু দ্দৌজা, ক্যাম্প ইনচার্জ, ক্যাম্পের রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।

এর আগে সোমবার (৩১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে ইউএনএইচসিআর-এর সহকারী কমিশনারদ্বয় ১৪ সদস্যের প্রতিনিধিদলসহ ঢাকা থেকে হেলিকপ্টারে করে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে যান। সেখান থেকে বিকেলে হেলিকপ্টারে করে কক্সবাজার আসেন এবং কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.