রোহিঙ্গা ক্যাম্প থেকে সুজি বোঝাই ট্রাক আটক

বিশেষ প্রতিনিধিঃ
১নং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১৪এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পাচারের সময় ১২০বস্তা সুজি বোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১৮জুন রাত সাড়ে ৭টারদিকে লাম্বাশিয়া ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা ট্রাকভর্তি সুজি পাচারের সংবাদ পেয়ে রোহিঙ্গা ক্যাম্প-১ (ওয়েস্ট) এর ব্লক-ডি এবং ই এর মধ্যবর্তী লোহার ব্রিজ এর নিকট হতে অবৈধ মজুদদারী ও কালোবাজারীর ১২০বস্তা সুজি ভর্তি ট্রাক (ঢাকামেট্রো-ন-১৩৭২৪৭) সহ ১১নং ক্যাম্পের ব্লক-এ বাসিন্দা মৃত আবু তাহেরের পুত্র নজিবুল্লাহ (৩৪) এবং বালুখালীস্থ ধামনখালীর নুরুল ইসলামের পুত্র চালক সাইফুল ইসলাম (২২) কে আটক করে। এসময় আরো দুইজন পালিয়ে যায়।
এই ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈম উল হক জানান,সুজি ও ট্রাকসহ আকটকৃতদের জিজ্ঞাসাবাদ,পলাতক আসামীদের সন্ধান এবং নাম ঠিকানা সংগ্রহ সাপেক্ষে সংশ্লিষ্ট মামলায় উখিয়া থানায় মামলায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.