রোহিঙ্গা ইস্যুতে ঢাকা-জাকার্তা বৈঠক আজ

ওয়ান নিউজঃ মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নির্মূল প্রক্রিয়া চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। রোহিঙ্গাদের ওপর এই নির্যাতন ইস্যুতে আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি ঢাকায় বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ সকালে বৈঠকের পর দুই পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শনের জন্য কক্সবাজারে যাবেন। বাংলাদেশ সরকার রোহিঙ্গা ইস্যুটি সমাধানের জন্য সবার সঙ্গে যোগাযোগ করছি। এর মধ্যে ইন্দোনেশিয়াও রয়েছে। গত সপ্তাহের শেষ দিকে ঢাকা সফরে আসার আগ্রহ দেখান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.