রোহিঙ্গা অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
২ জন অপহৃত রোহিঙ্গা শরনার্থীসহ মোঃ হানিফ (৬৮) নামক একজন রোহিঙ্গা অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।

৪ জুন সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের দিকে টেকনাফের লেদা ২৪ নম্বর ক্যাম্পের পাহাড়ের পাশে কাঁটা তারের বাইরে ফাঁকা জায়গা হতে এপিবিএন তাদের উদ্ধার করে l ১৬ এপিবিএন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ৩ জুন বেলা ২ টা ১৫ মিনিটের দিকে টেকনাফের আবুল হোসেন(৬৫) (প্রতিবন্ধী), পিতা- মৃত ওয়ালা মিয়া, ক্যাম্প-২৪ (এলএমএস) ব্লক/সি,শেড নং-৭৮, এফসিএন-২৬২২৮১ এবং মোঃ লেয়াকত আলী (৫৩), ক্যাম্প-২৪ (এলএমএস), শেড নং-২৩, এফসিএন-২৫৫২৭১, ব্লক/ডি কে লেদা ২৪ নম্বর ক্যাম্পের বাজার থেকে অপহরণ করে। অপহৃত একজন অপহরণকারীকে চিনতে পারে এবং নয়াপাড়া এপিবিএন’কে বিষয়টি অবহিত করে l এরপর এপিবিএন অভিযান পরিচালনা করে অপহরণকারী মোঃ হানিফ (৬৮), পিতা- নুর মোহাম্মদ, ব্লক- বি, শেড নং- ১০৬২/৩, এম আর সি- ১৬৯২৪, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প কে অপহৃতদ্বয় সহ আটক করে। অপহরণকারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.