রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের পাশে আছে যুক্তরাজ্য: থেরেসা মে

ওয়ান নিউজ ড়েক্সঃ

মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, জাতিসংঘে তারা নিপীড়িত রোহিঙ্গাদের নিয়ে সর্বদা সোচ্চার ছিলেন এবং এই ইস্যু নিরসনে  সরাসরি মিয়ানমার সরকারকে বলে আসছেন।  আনাদলুর সংবাদ।

ব্রিটিশ পার্লামেন্টের একটি বৈঠকে মে বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের সাহার্যার্থে সর্বদা বাংলাদেশের পাশে আছে সেইসাথে এই সংকট নিরসনে মিয়ানমারকে চাপ সৃষ্টি করে যাবে। 

বৈঠকে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির প্রধান স্টিভেন টুইগর একটি প্রশ্নের জবাবে মে আরও বলেন,আমরা রোহিঙ্গা জনগণের দুর্দশার প্রতি বিশ্ববাসীর মনোযোগ প্রতিষ্ঠার জন্য যা কিছু করণীয় করে যাব। সেইসাথে এটি নিয়ে মানুষের সচেতনা বৃদ্ধিতে কাজ করে যাব।

বৈঠক চলাকালীন টুইগ মনে করিয়ে দেন যে, গত মাসে মিয়ানমার ভ্রমণের জন্য ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় লন্ডনের মিয়ানমার দূতাবাস। এ ঘটনায় তিনি হতাশা প্রকাশ করেন।

জাতিসংঘের বর্ণনামতে রোহিঙ্গারাই এখন বিশ্বের সবচেয়ে বেশি নিপীড়িত জনগোষ্ঠী। ২০১২ সাল থেকে তাদের ওপর কয়েকটি গণহত্যা চালিয়ে মিয়ানমার সরকার। সর্বশেষ সামরিক অভিযানের নামে জাতিগত নিধনে সাড়ে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মতে, গত বছর ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সেইসাথে গণধর্ষণ ও নির্যাতন চালানো হয়েছে অসংখ্য নারী ও শিশুকে।

মিয়ানমার সরকার ও দেশটির প্রধান নেত্রী অং সান সু চি এ ঘটনার কথা অস্বীকার করে আসলেও আন্তর্জাতিক মহলের সমালোচনার শিকার হন। এরপরেও রোহিঙ্গা বিদ্রোহীদের ওপর ঘটনার দায় চাপিয়ে আন্তর্জাতিক চাপ আমলে নেননি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.