রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে, তাদের দেশ মিয়ানমার: ওআইসি মহাসচিব
ওয়ান নিউজঃ মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন।
তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে, কারণ তাদের দেশ মিয়ানমার। আমরা এটি সমর্থন করি। রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের সমস্যা না, এটি গোটা মুসলিম বিশ্বের সমস্যা।’
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। সামনের দিনগুলোতে কীভাবে অগ্রসর হওয়া যায় সে বিষয়ে আমরা মিয়ানমারকে একটি রোডম্যাপ বা প্রোগ্রাম দেবো।
তিনি আরও বলেন, ‘তাদেরকে শুধু মানবিক সাহায্য নয়, তাদের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্যও আমাদের কাজ করতে হবে।’
এ সময় ওআইসির মহাসচিব জাতিসংঘকে একাধিক প্রতিনিধিদল মিয়ানমারে পাঠানোর জন্য ধন্যবাদ দেন।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য পৃথক দ্বীপের ব্যবস্থা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। এ দ্বীপে সব ধরনের নাগরিক সুবিধা থাকবে।’
প্রসঙ্গত, চার দিনের সফরে বুধবার রাত ১২টার দিকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ড. ইউসেফ বিন আহমাদ। বুধবার দিবাগত রাতে তাদের বহনকারী আমিরাত এয়ার লাইন্সের একটি বিমান হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় ও কনস্যুলার বিষয়ক সচিব কামরুল আহসান। ওআইসি মহাসচিবের সাথে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। মহাসচিব হিসেবে ইউসেফ বিন আহমাদের এটিই তার প্রথম বাংলাদেশ সফর।
চার দিনের সফরে রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.