রোহিঙ্গাদের জন্য বিশেষ প্লেনে ৯ লাখ কলেরার ভ্যাকসিন

ওয়ান নিউজ ডেক্সঃ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে কলেরার প্রাদুর্ভাব রোধ করার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে ইউনিসেফ। একটি বিশেষ প্লেনে তারা ঢাকায় ৯ লাখ ‘কলেরার ভ্যাকসিন নিয়ে এসেছে। ভ্যাকসিনগুলো কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে পাঠানো  হচ্ছে।

শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইউনিসেফ রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্যে পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে এ উদ্যেগ গ্রহণ করেছে বলে জানিয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, টেকনাফ ও উখিয়ায় নতুন আসা রোহিঙ্গার সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে গেছে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুসারে, এর মধ্যে ৬০ শতাংশই শিশু। এসব শিশু ডায়রিয়া, সর্দি, জ্বরসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.