রোমান্স করতে চান সুস্মিতা
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন কমেডি, হরর ছবি করতে করতে বিরক্ত হয়ে পড়েছেন। তাই তিনি আপতাত সবাইকে একের পর এক ফিরিয়ে দিচ্ছেন। তিনি অপেক্ষা রোমান্টিক চরিত্রের জন্য। সে কারণেই এ মুহূর্তে কোনো ছবি হাতে নিচ্ছেন না এক সময়ে বলিউড কাঁপানো এ অভিনেত্রী।
সম্প্রতি সুস্মিতা সাংবাদিকদের বলেন, ‘আমি কমেডিও করেছি। আবার হরর ফিল্মেও অভিনয় করেছি। কিন্তু এবার আরো একটু পরিণত চরিত্র চাই। একটা রোমান্টিক ছবিতে চুটিয়ে রোমান্স করতে চাই।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.