রোনালদোর নৈপুণ্যে রিয়ালের বড় জয়

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়া রিয়াল হঠাৎ ছন্দ হারিয়ে ফেলেছিল। লিগে সেভিয়ার কাছে হারের পর কোপা দেল রে থেকে তুলনামূলক দুর্বল দল সেল্টা ভিগোর কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায়। তাই এ ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর।

আর নিজের মাঠে রোনালদোর নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়ে সেই কাজটা ভালোভাবেই করলো জিনেদিন জিদানের দল।

এদিকে দিনের প্রথম ম্যাচে রিয়াল বেটিসের মাঠে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। তাই এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। ২০ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৪২।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.