‘রোডম্যাপ’ বিষয়ে আওয়ামী লীগ ইতিবাচক: কাদের
ওয়ান নিউজ ডেক্সঃ আগামী নির্বাচনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্বাচন কমিশনের প্রস্তাবিত ‘রোডম্যাপ’ এর বিষয়ে আওয়ামী লীগ পজিটিভ বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে কমলাপুর বাস ডিপোতে আসন্ন রোমজানের ঈদে বিআরটিসি’র সেবার মান বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশনের রোডম্যাপের কথা শুনেছি। আমাদের প্রতিক্রিয়া পজিটিভ।’ নির্বাচন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। বাসস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.