রোগমুক্তির আশায় ১০ বছরের কিশোরীকে বলিদান

ওয়ান নিউজ ডেক্সঃ পক্ষাঘাতগ্রস্ত থেকে রোগমুক্তির আশায় জীবন্ত ১০ বছরের এক কিশোরীকে বলিদানের অভিযোগ উঠেছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রামনগর জেলায় এই নৃশংস ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তির `রোগমুক্তির` উদ্দেশ্যে এক ওঝার পরামর্শে এই হত্যাকাণ্ড চালানো হয়। পুলিশ ঐ রোগীর ভাই এবং বোনকে আটক করেছে। পাশাপাশি, ঐ কিশোরীকে অপহরণের জন্য ১৭-বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়েছে।

পুলিশ আরো জানায়, একটি ব্যাগের মধ্যে ওই কিশোরীর মৃতদেহ পাওয়ার পর মহল্লার স্থানীয় বাসিন্দারা এই খুন সম্পর্কে জানতে পারেন। তারা ব্যাগের মধ্যে যাদু-টোনা করার উপকরণও দেখতে পান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.