ফেসবুক কর্ণারঃ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসহ অধ্যুষিত এলাকাগুলোতে একের পর এক করোনা সংক্রমিত হলেও নিয়ম মানার প্রবণতা নেই কোথাও।
করোনা ঠেকাতে রাজাপালং ইউনিয়নের ৪টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে প্রশাসন। সেই ঘোষণার কোন ফল দেখা যাচ্ছে না। মানছে না আদেশ।
দেখা গেল, রেড জোন ঘোষিত এলাকার আওতায় দুটি বড় বাজারের মধ্যে উখিয়া সদর বাজারে স্বাস্থ্যবিধি কিছুটা মানলেও কুতুপালং বাজারে নিয়ম মানার বালাই নাই।
কাঁচাবাজারগুলোতে উপচে পড়া ভীড়, অলিগলিতে আড্ডা, রাস্তায় অপ্রয়োজনে ঘোরাফেরা করা মানুষেরও কমতি নেই। তবে আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নজরদারি থাকলে ও খেলছে চোর পুলিশ খেলা।
আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো তৎপরতা থাকলেও উখিয়ায় ঘোষিত রেড জোন এলাকা বিশেষ করে কুতুপালং এ অযথাই ঘোরাঘুরি করে শতশত মানুষ। অনেকে আবার গলির মুখে বসে বসে আড্ডাও দেয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের শেষ নেই।
তাদের কথা, আমরা ঘরবন্দি থেকে লাভ কি হলো? রোহিঙ্গারা তো ইচ্ছে করে করোনাভাইরাস ছড়াচ্ছে। এলাকাকে দূষিত করে ফেলছে। অনেকের মতে, এমন চললে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.