উখিয়া সংবাদদাতা:
উখিয়ায় রেড জোন চলছে নামকাওয়াস্তে। উখিয়া সদর স্টেশনে কিছু দোকানপাট বন্ধ থাকলেও, কুতুপালং ববাজারে বেহাল দশা। দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বাজারগুলোতে জনতার উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কুতুপালং বাজারের অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। এখানে রেডজোন নেই বললেই চলে, বেশিরভাগ দোকানপাট খোলা, দোকান গুলোতে জনতার উপচে পড়া ভিড়, মুখে নেই মাস্ক,নেই দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা।বাজারে গেলে বোঝার উপায় নেই এখানে রেড জোন চলছে। রেড জোন ঘোষণার প্রথমদিনে কুতুপালং বাজারে জনগণের মধ্যে সচেতনতার বালাই নেই। যে যেভাবে পারে বিভিন্ন অজুহাতে বের হয়ে যাচ্ছে বাজারে। কেউ কেউ প্রয়োজন ছাড়াই রেড জোন কি তা দেখার জন্যই বাইরে বের হচ্ছে। স্থানীয় প্রশাসন বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য। কিন্তু যতক্ষণ প্রশাসন রাস্তায় থাকে ততক্ষণ জনগণ আড়ালে লুকিয়ে থাকে। প্রশাসন অন্য স্থানে চলে গেলেই আবার সেই পুরোনো চেনা রুপ। যেন চোর পুলিশ খেলা চলছে জনতা ও পুলিশের মধ্যে।
২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৯
আগের খবর
পরের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.