রেটিং-এ সর্বকালের সেরাদের তালিকায় স্মিথ

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। ১০৯ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার জয়েই শুধু বড় ভূমিকা রাখেনি, তার রেটিং পয়েন্টও বেড়ে হয়ে গেছে ক্যারিয়ার সেরা ৯৩৯। আর ক্যারিয়ার সেরা এই রেটিং পয়েন্ট নিয়ে স্মিথ ঢুকে পড়েছেন ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করাদের তালিকায় ৬ নম্বরে! তালিকায় তার উপরে আছেন কেবল স্যার ডন ব্র্যাডম্যান (৯৬১),স্যার লেন হটন (৯৪৫),স্যার জ্যাক হবস ও রিকি পন্টিং (দুজনেরই সর্বোচ্চ রেটিং ছিল ৯৪২) এবং পিটার মে (৯৪১)।

পুনে টেস্ট শুরুর আগেও ৯৩৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরেই ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ক্যারিয়ারের ১৮তম এবং ভারতের বিপক্ষে টানা পঞ্চম সেঞ্চুরিটি বাড়িয়েছে তার ৬টি রেটিং পয়েন্ট। এর মাধ্যমে তিনি সেরা সর্বকালের রেটিংধারীদের তালিকায় পেছনে ফেলেছেন ক্যারিবীয় দুই কিংবদন্তি গ্যারি সোবার্স, স্যার ভিভিয়ান রিচাডর্স ও শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে। এই তিনজনেরই সর্বোচ্চ রেটিং সমান ৯৩৮! ২৭ বছর বয়সী স্মিথের ব্যাট যেভাবে কথা বলছে, তাতে এই সিরিজেই পন্টিং, হবস, লেন হটনদের টপকে তালিকার দুইয়ে উঠার সম্ভাবনা প্রবল। কে জানে, হয়তো ধরে ফেলতে পারেন স্যার ডন ব্র্যাডম্যানকেও!

স্মিথের ঠিক বিপরীত অবস্থানে ভারত অধিনায়ক বিরাট কোহলি। পুনে টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে চরম ব্যর্থ (০ ও ১৩) কোহলির রেটিং এক ধাক্কায় কমে গেছে ২২! টেস্ট শুরুর আগে তার রেটিং ছিল ৮৯৫, টেস্টের পর নেমে এসেছে ৮৭৩-এ! তারপরও অবশ্য টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এখনো দুই নম্বরেই রয়েছেন কোহলি। তবে একে থাকা স্মিথের সঙ্গে ব্যবধানটা বেড়ে হয়ে গেছে ৬৬। পুনেতে ৬৮ ও ৩১ রানের ইনিংস খেলা অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাট রেনশ ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৩৪ নম্বরে। চরম হতাশার এই টেস্ট শেষেও ৬৪ ও ১০ রানের ইনিংসের সুবাদে ভারত ওপেনার লোকেশ রাহুল র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ৪৬তম স্থানে।

স্বাভাবিকভাবেই পুনে টেস্টের পর র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন অস্ট্রেলিয়ার জয়ের নায়ক স্পিনার স্টিভ ও’কিফি। ভারতীয় ব্যাটসম্যানদের স্পিন বিষে নীল করে অস্ট্রেলিয়ান স্পিনার টেস্টে ৭০ রানে তুলে নিয়েছেন ১২ উইকেট। গড়েছেন সবচেয়ে কম রান দিয়ে ১২ উইকেট নেওয়ার নতুন রেকর্ড। অবিশ্বাস্য এই কীর্তি এক লাফে ৩৩ ধাপ এগিয়ে তাকে তুলে এনেছে ক্যারিয়ার সেরা ২৯তম স্থানে। বিস্ময়কর হলো, ম্যাচে ৭ উইকেট নিয়েও ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের রেটিং পয়েন্ট কমেছে ৯। ৮৮৭ থেকে নেমে এসেছে ৮৭৮-তে! দুই ইনিংসে ৫ উইকেট নেওয়া রবীন্দ্র জাদেজার রেটিং ১৭ কমে এখন হয়েছে ৮৬০! এরপরও অবশ্য এক নম্বরেই আছেন অশ্বিন। তবে ম্যাচে মাত্র ১ উইকেট নিয়েই জাদেজার সঙ্গে যৌথভাবে দুইয়ে চলে এসেছেন অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউড! বল হাতে ২ উইকেট আর ব্যাট হাতে ৬১ ও ৩০ রানের ইনিংসের সুবাদে অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক। বোলিংয়ে ১০ নম্বরে থাকা স্টার্ক ব্যাটসম্যানদের তালিকায় এক লাফে ২৭ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ৬১ নম্বরে!

সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার উপরে সাকিব আল হাসান। তিনি আছেন ২০ নম্বরে। বোলিংয়েও বাংলাদেশিদের মধ্যে সাকিবই সবার উপরে, আছেন ১৫ নম্বরে। অলরাউন্ডার তালিকায় আগের সেই দুইয়েই তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.