রুশ স্কুলে গুলিবিদ্ধ হয়ে ১১ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক:
রাশিয়ার শহর কাজানের একটি স্কুলে গুলিবিদ্ধ কমপক্ষে ১১ জন মারা গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এ তথ্য জানিয়েছে।

হামলার রুশ স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের বেশি। ঘটনার সময় শিক্ষার্থীদের স্কুল ভবন থেকে লাফিয়ে পড়তে দেখা গেছে।

খবর পেয়ে পুলিশ স্কুলটি ঘিরে ফেলে। কাজান রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৪৩০ মাইল পূর্বে অবস্থিত তাতারস্তার অঞ্চলের রাজধানী। তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানোভ বলেছেন, এই প্রাণহানি আমাদের দেশের জন্য এক বিয়োগান্তক অধ্যায়।
সূত্র : গার্ডিয়ান

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.