ডেস্ক নিউজ:
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ নিয়োগ দিয়েছে বিএনপি। শনিবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান রুমিন ফারহানা নিজেই।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, আজ শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এসময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে। আমি আমার দায়িত্ব পালন সর্বোচ্চ সচেষ্ট থাকবো।’
উল্লেখ্য, বিএনপির সংসদীয় দলের টিম লিডার হারুনুর রশীদ এমপি স্বাক্ষরিত আবেদন করা হয়েছে স্পিকারের কাছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.