‘রায়ের বিরুদ্ধে অপতৎপরতা রাষ্ট্রদ্রোহীতার সামিল’
ওয়ান নিউজঃ সর্বোচ্চ আদালতের দেয়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের অপতৎপরতা রাষ্ট্রদ্রোহীতার সামিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘আবদুস সালাম স্মৃতি সংসদ’ আয়োজিত বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, রায় নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ জাতিকে উদ্বিগ্ন করেছে। আমরা বিষয়টি নিয়ে শঙ্কিত।
এ সময় বিচার বিভাগে স্বাধীনতা বিরোধী সব ধরনের অপচেষ্টা রূখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, সরকার যেভাবে ষোড়শ সংশোধনী বাতিলের রায়, বিচার বিভাগ এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বলছে, তাতে দেশ বলতে কিছু আছে মনে হয় না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.