রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে পিবিআই’র চার্জশিট

ডেস্ক নিউজ:
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মৃত্যুর যুবকের মৃত্যুর অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এতে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে সিলেট আদালতে পুলিশের প্রসিকিউশন শাখায় পিবিআই অভিযোগপত্র জমা দেয়। পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ খালেদ-উজ-জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ ও বরখাস্তকৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুইয়া, বরখাস্তকৃত সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেকে এলাহী, হাসান উদ্দিন, কনস্টেবল হারুনুর রশিদ, টিটু চন্দ্র দাস ও স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মোহাম্মদ খালেদ-উজ-জামান আরও জানান, প্রসিকিউশন শাখার কর্মকর্তারা চার্জশিটটি ভার্চুয়াল আদালতে উপস্থাপন করবেন। আদালত তা গ্রহণ করলে বিচার প্রক্রিয়া শুরু হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.