রাষ্ট্রপতি দেশে ফিরছেন সোমবার

ওয়ান নিউজ ডেক্সঃ শারীরিক পরীক্ষা শেষে যুক্তরাজ্যে থেকে রোববার দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হামিদ যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আট দিনের সফর শেষে শনিবার রাতে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।

রাষ্ট্রপতি মোরফিল্ডস আই হসপিটালে চোখের চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে গত ২১ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.