রাশিয়ার পাতাল রেলে হামলাকারী চিহ্নিত
ওয়ান নিউজঃ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পাতাল রেলে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তি মধ্য এশিয়ান বংশোদ্ভূত বলে জানিয়েছে রাশিয়ার স্থানীয় গণমাধ্যম। খবর বিবিসির।
সোমবার বিকেলে পাতাল রেলে বিস্ফোরণের ঘটনায় ৪৫ জন আহত হয়েছে। স্টেশনের কাছ থেকে আরও একটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
দ্য ইন্টারফ্যাক্স এবং তাস নিউজ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তবে সে আত্মঘাতী হামলা চালিয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
সন্দেহভাজন হামলাকারীর বয়স ২০ বছর বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে রাশিয়া। তবে কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে সে নিয়ে কর্তৃপক্ষ খুব সতর্কভাবে মন্তব্য করছে।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ সামাজিক মাধ্যমে একটি পোস্টে ওই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.