রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাবের কমিটি গঠিত- সভাপতিঃ হুমায়ুন কবির সম্পাদকঃ কামাল শিশির

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলার রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।৩ নভেম্বর শনিবার সকাল ১১ টায় রামুর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্টানে সর্বসম্মতিক্রমে এস এম হুমায়ুন কবির (ডেইলী মরনিং গ্লোরী/ বঙ্গ টেলিভিশন) কে সভাপতি ও কামাল হোসেন শিশির দৈনিক কক্সবাজার একাত্তর / সাঙ্গু কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহসভাপতি এম হাবিবুর রহমান সোহেল ( সীপ্লাস টিভি) সহসভাপতি তৈয়ব উল্লাহ ( দৈনিক আমাদের কন্ঠ) সহসভাপতি আজিজ মৌলা (দৈনিক কর্ণফুলী) সহ সভাপতি মোঃ জাফর ইকবাল ( দৈনিক সন্ধ্যা বাণী) যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম ( দৈনিক কক্সবাজার প্রতিদিন) যুগ্ন সাধারন সম্পাদক মাসেদুল হক আরমান ( দৈনিক ইনফো বাংলা) সাংগঠনিক সম্পাদক জাবেদুল আনোয়ার ( দৈনিক গণ সংযোগ) সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম রিপন ( দৈনিক সকালের কক্সবাজার) দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউচুপ ( ককক্সবাজার জনপদ) প্রচার সম্পাদক সাইদুজ্জামান সাঈদ ( বিবিসি একাত্তর) অর্থ সম্পাদক সেলিম উদ্দীন, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল ( দৈনিক ঈদগড় জনপদ) মহিলা সম্পাদিকা রহিমা আক্তার নুরী ( টাইমস২৪.নেট) তথ্য ও গবেষনা সম্পাদক হামিদুল হক (দৈনিক আজকের দেশবিদেশ) সদস্য রাজিয়া শিশির, এস্তে ফারুন ( আনন্দ টিভি)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.