রামু উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

সমাজের অসহায় ও হাফেজ ছাত্রদের ঈদ খাদ্য সামগ্রী উপহার দিয়েছে রামু উপজেলা প্রশাসন।

শনিবার (৩০ এপ্রিল) দুপরে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শাহ বদর আউলিয়া (রঃ) হেফজখানা ও এতিমখানা ছাত্র ও এলাকার অসহায় ৫০ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) হাফেজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ নেজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, হাফেজখানা ও এতিমখানা সুপার হাফেজ মৌলানা নুরুল কবির, মরিচ্যাচর গ্রাম সর্দার মোঃ ইউনুস, মরিচ্যাচর জামে মসজিদের পরিচালক মহিউদ্দিন, আব্দু সোবাহান,
বিতরণ শেষে গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) হাফেজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, প্রতি বছরের ন্যায় এবারো রামু উপজেলা প্রশাসন আমার এলাকার অসহায়দের দিকে সদয় দৃষ্টি রেখেছেন।


এজন্য রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু প্রণয় চাকমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের এই গ্রামটি এখনো শিক্ষার আলো থেকে অনেক পিছিয়ে আছে। আমি অনুরোধ করবো, ইউএনও মহোদয় যেন এই এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় হয় এমন ব্যবস্থা করেন।

এদিকে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু প্রণয় চাকমা জানান, গর্জনিয়া ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল
এই জুমছড়ি মরিচ্যাচর। আমি আমার রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.