আনিস নাঈমুল হক।
বাংলাদেশ তাঁতীলীগ রামু উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-১৯ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২৯ই নভেম্বর) বিকাল ৪টার সময় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
কাউন্সিল অধিবেশনে রামু উপজেলা তাঁতীলীগের আহব্বায়ক নুরুল আলম জিকুর সভাপতিত্বে ও যুগ্ন আহব্বায়ক মোস্তাক আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার- ০৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আরিফুল মাওলা সভাপতি, বাংলাদেশ তাঁতীলীগ, কক্সবাজার জেলা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক,বাংলাদেশ তাঁতীলীগ কক্সবাজার জেলা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাফর আলম চৌধুরী সহ-সভাপতি কক্সবাজার জেলা আওয়ামীলীগ, রামু উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলম, কক্সবাজার জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আনসারুল হক (ভূট্টো), আনোয়ার হোসেন সি: সহ-সভাপতি কক্সবাজার জেলা তাঁতীলীগ, মনজুর আলম সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা তাঁতীলীগ, নুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কক্সবাজার জেলা তাঁতীলীগ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বক্কর, সাংবাদিক খালেদ হোসেন টাপু সহ প্রমুখ
সম্মেলনের ২য় পর্বে রামু উপজেলা তাঁতীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে বিনা প্রতিদ্বন্ধিতায় নুরুল আলম জিকু সভাপতি এবং মোস্তাক আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এসময় উপস্থিত ছিলেন, ফতেখাঁরকুল ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ ইবনে সাঈদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর, যুবনেতা মোহাম্মদ ইউনুস, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ইয়াসিন, ছাত্রনেতা শাকিল, রিয়াদ, আনিস রিয়াজ, জাহেদ, আরমান কবির সহ প্রত্যেক উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ , ছাত্রলীগ, তাঁতীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল নেতৃবৃন্দগন। এছাড়া ও রাতে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.