রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম অসুস্থ
মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু:
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজুল আলম হৃদরোগে আক্রান্ত অসুস্থ হয়ে পড়েছেন। রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অসুস্থতার খবর পেয়ে রামুর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ রিয়াজুল আলমকে দেখতে সদর হাসপাতালে ছুটে আসেন। এছাড়াও জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ তাকে দেখতে আসেন।
রিয়াজুল আলমের আশু রোগমুক্তি কামনায় রামুসহ জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.