রামু উপজেলা এসোসিয়েশন এর ঈদগড় এর আহবায়ক কমিঠি গঠন

ষ্টাফ রিপোর্টারঃ
রামু উপজেলা এসোসিয়েশন কক্সবাজার এর ঈদগড় ইউনিয়ন এর ইউনিট কমিঠি গঠন করা হয়েছে আজ শনিবার ২৫শে ফ্রেব্রুয়ারী ক্ক্সবাজারস্হ রামু উপজেলা এসোসিয়েশন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয় অনুষ্টানের সভাপতিত্ব করেন এসোসিয়েশন এর সভাপতি জনাব নেজাম উদ্দিন সন্চালনা করনে এসোসিয়েশন এর সাধারন সম্পাদক এম শাহাব উদ্দিন জনি, আলোচনা সভায় সংগঠনের উন্নায়ন মুলক আলোচনা করা হয়, এসোসিয়েশন এর সভাপতি জনাব নেজাম উদ্দিন বলেন শুধু অনুষ্টানে আমাদের সীমাবদ্ধ থাকলে চলবেনা আমাদের সবাইকে রামু উপজেলার প্রতিটি ঘরে ঘরে গিয়ে যে কোন সমস্যার সমাধানে এগিয়ে যেতে হবে, অসহায়দের পাশে দাড়াতে হবে,সংগঠনের প্রতিটা কর্মী যেন সমাজ কর্মীতে রুপান্তর হয় এবং সমাজের ভাল কাজে এগিয়ে আসে,
অনুষ্টানে ঈদগড় কমিঠি অনুমোদন দেওয়া হয়, ঈদগড় ইউনিট কমিঠিতে দেলোয়ার হোসেন পিতা মৃত আলী আহমদ কে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিঠি দেওয়া হয়। অনুষ্টানে উপস্হিত ছিলেন মিজানুর রহমান, ইন্জিঃ রাইহান, শওকত আজম, বেলাল উদ্দিন, শাহেদ, সি কিং এর জিএম মিজানুর রহমান, সহ প্রমুখ,

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.