প্রেস বিজ্ঞপ্তিঃ
ইসলামী শিক্ষা খাতে বিশেষ অবদানের জন্য রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছে গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা।
মঙ্গলবার (১৯অক্টোবর) রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রণয় চাকমার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্মাননা স্মারক তুলে দেন গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন।
তিনি বলেন, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু প্রণয় চাকমা আসার পর ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে যেভাবে সহায়তার হাত বাড়িয়েছে তা অতুলনীয়।
তিনি উপজেলার অধিকাংশ ইসলামিক এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সহায়তা পৌঁছে দেন। এমন ইউএনও আগে পাইনি।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, আমাকে এলাকার সাধারণ মানুষ আন্তরিকতার সাথে সম্মানিত করছে। এটি আমার জীবনের বড় পাওয়া। আমি মনে করি আমার মা বাবার দোয়া আছে বলেই প্রশাসনিক ভাবে কাজ করেও মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই হেফজখানা পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠাতা সাংবাদিক নেজাম উদ্দিনকে।
সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল কবির।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.