রামুতে সড়ক দুর্ঘটনা

কফিল উদ্দিন, রামু:

রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান আনসার ক্যাম্প এলাকায় চটগ্রাম কক্সবাজার মহাসড়কের পণ্যবাহী কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহতের খবর পাওয়া গিয়েছে। আহতদের ১ জনের অবস্থা আশংকাজনক হওয়াতে চটগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে জানা যায়।

রবিবার(২৯ আগষ্ট) দুপুরে  চটগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালক মো: নান্নু (৫২) পটুয়াখালী জেলার কালাপাড়া এলাকার লফিফ হাওলাদেরের ছেলে বলে জানা যায়। নিহত নান্নু মিয়ার ছেলে মোহাম্মদ নিপু তার বাবার সফর সঙ্গী ছিলেন।

ধারনা করা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাতে অংশগ্রহণ করতে সে তার বাবার সাথে কক্সবাজার এসেছিল। রিপোর্ট লেখা পর্যন্ত  আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ বিকট শব্দ হয়। এসে দেখা যায় গাড়ি এক্সিডেন্ট। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাভার্টভ্যান চালক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করেন।  স্প্রিড বেকার দেওয়ার জন্য সংলিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।

এদিকে রামু থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে রামু থানা পুলিশের একটি দল ও এস আই মুজিবুর রহমানের নেতৃত্বে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.