রামুতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ গঠিত
প্রেস বিজ্ঞপ্তি,
কক্সবাজারের রামুতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ ২০১৭ গঠন করা হয়েছে। দেশের বৃহত্তম বিজয় মেলা উদ্যাপনের লক্ষ্যে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলকে চেয়ারম্যান, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমকে মহাসচিব করে ১০১ সদস্যের কার্যকরি পরিষদ গঠন করা হয়। রবিবার রাত ৮টায় রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ ২০১৭ এর চেয়ারম্যান আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা গোলাম কবির মেম্বার, মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম চৌধুরী চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আব্দুল হক, মুক্তিযোদ্ধা রণধীর বড়ুয়া, মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, আবুল হোসেন চেয়ারম্যানসহ ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
এছাড়া আওয়ামীলীগ নেতা তরুন বড়ুয়া, জেলা পরিষদ সদস্য শামসুল আলম চেয়ারম্যান, ফরিদুল আলম চৌধুরী, বাবুল শর্মা, নবু আলম, মুসরাত জাহান মুন্নি, নুরুল ইসলাম সিকদার চেয়ারম্যান, অধ্যাপক রফিকুল আলম চৌধূরী, মীর মোঃ আবুল কালাম আজাদ, ওসমান সরওয়ার মামুনকে কো-চেয়ারম্যান এবং ফতেখাঁরকুলের চেয়ারম্যান ফরিদুল আলম, পলক বড়ুয়া আপ্পু, তপন মল্লিক, নীতিশ বড়ুয়া, সৈয়দ মোহাম্মদ আব্দুশ শুক্কুর, আবছার কামাল সিকদার, সিরাজুল ইসলাম ভুট্টো, রজত বড়ুয়া রিকু, মোঃ কামরুজ্জামান ভুট্টো, সালাহ উদ্দিনকে যুগ্ন-মহাসচিব করা হয়।
পরিষদে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য নুরুল হক কোং, জামাল উদ্দিন কোং, রফিকুল আলম কোং কে অর্থ পরিষদ, শিল্পী বশিরুল ইসলাম, শিল্প মানসী বড়ুয়া, শিল্পী সোনিয়া বড়ুয়া, শিল্পী মীনা মল্লিক, শিল্পী জয়শ্রী বড়ুয়াকে সাংস্কৃতিক পরিষদ, মাষ্টার মোহাম্মদ আলমকে নাট্য পরিষদ, আনচারুল হক ভট্টো, নুরুল আলম জিকু, মোস্তাক আহমদ, মিজানুল হক রাজা, রাশেদুল হক বাবুকে মাঠ ব্যাবস্থাপনা পরিষদ, আজিজুল হক আজিজ, আরিফ খান জয়, মোঃ ইউনুচকে প্রচার পরিষদ, নুরুল হককে আপ্যায়ন পরিষদ, এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী, সাহাদাত হোসেনকে মুক্তিযোদ্ধা সংবর্ধনা পরিষদ, আবু বক্কর ছিদ্দিক, মিজানুর রহমান, উত্তম মহাজনকে সাজসজ্জা পরিষদ, খালেদ শহীদ, সুনীল বড়ুয়া, সোয়েব সাঈদ, খালেদ হোসেন টাপুসহ রামুর সকল সাংবাদিককে সংবাদ পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদকে আইন শৃংখলা পরিষদের দায়িত্বসহ আরো ১৫টি উপ-পরিষদ গঠন করা হয়েছে। সভায় মুক্তিযুদ্ধের মহান চেতনাকে সমুন্নত রেখে রামু ষ্টেডিয়ামে ৭ দিন ব্যাপী দেশের বৃহৎ মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.