রামুতে বন্যা দুর্গত এলাকা ঘুরে ত্রান বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম
খালেদ হোসেন টাপু , রামু
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল, চাকমারকুল, কাউয়ারখোপসহ বিভিন্ন এলাকায় বন্যার পানিতে পায়ে হেঁটে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে চাউল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। এছাড়া তিনি দুঃখ-দুর্দশায় থাকা মানুষের খোঁজ-খবর নেন এবং দুর্গতদের আর্থিক সহায়তা প্রদান করেন। বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি দূর্গতদের মাঝে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছেন তিনি।
বুধবার (২৬ জুলাই) তিনি তিনটি ইউনিয়নসহ বেশ কয়েকটি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে চাউল বিতরণ করেন। এসময় জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান, যুবলীগ নেতা নবীউল হক আরকান, ওসমান গনি, ইউপি সদস্য সৈয়দ নুর, আবু বক্কর, স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর আলম সোহেল, মোঃ ইউনুচ প্রমুখ।
এসময় তিনি বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার জনগণের সুখে দু:খে সব সময় নিরলসভাবে কাজ করছে। ইতিমধ্যে তিনি চাউল ও শুকনো খাবার দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান। তিনি সবাইকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান এবং বন্যা দুর্গত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহবান জানান। হে আল্লাহ রামুবাসীকে এই ভয়াবহ বন্যা থেকে রক্ষা করুন
টাপু/ নিজাম
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.