রামুতে পুলিশ সেবা সপ্তাহে বর্ণাঢ্য আয়োজন

সোয়েব সাঈদ ॥
রামুতে বর্ণাঢ্য উৎসব-আয়োজনে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯। এ উপলক্ষ্যে রবিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে র‌্যালী ও আলোচনা সভা। সকাল ১০ টায় রামু থানা কম্পাউন্ড থেকে শুরু হওয়া র‌্যালী রামু চৌমুহনী স্টেশন, উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে। সকাল ১১ টায় চৌমুহনী স্টেশন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামু থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু কলেজের অধ্যাপক আ,ম,ম জহির, আওয়ামীলীগ নেতা তরুন বড়–য়া, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আহসান উল্লাহ, সাংবাদিক সোয়েব সাঈদ, খালেদ হোসেন টাপু, আল মাহমুদ ভূট্টো, আবদুল মালেক সিকদার, আবু বক্কর ছিদ্দিক ও শওকত ইসলাম, রশিদনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজল আহমদ বাবুল, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পুলিশ প্রতিটি নাগরিকের জান-মালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস-নাশকতা, সামাজিক অপরাধ, মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ জনগনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
এদিকে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রামু উপজেলার জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি ১০০ ফুট সিংহ শয্যা বুদ্ধ মূর্তি সম্বলিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে সিসি ক্যামেরা প্রদান করেছেন কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, রামু থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান, ১০০ ফুট বুদ্ধমূর্তি ও ভাবনা কেন্দ্রের পরিচালক করুণাশ্রী মহাথেরো, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান স্প্তু ভূষণ বড়ুয়া, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি এডভোকেট দিপংঙ্কর বড়ুয়া পিন্টু, ভাবনা কেন্দ্র পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া উপস্থিত ছিলেন।
এছাড়া রবিবার সকালে রামু চৌমুহনী স্টেশন সহ আশপাশের সড়কে সাধারণ পথচারি ও সাধারণ জনগণকে ফুলে দিয়ে পুলিশ সপ্তাহের শুভেচ্ছা জানিয়েছেন রামু থানা পুলিশের কর্তকর্তাবৃন্দ। এসব অনুষ্ঠানে রামু থানা পুলিশের উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শক সহ সকল পুলিশ সদস্যবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস দলের সদস্য ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। র‌্যালী ও আলোচনা সভা চলাকালে দেশপ্রেম ও আইনশৃংখলা রক্ষায় সহায়ক বিভিন্ন শ্লোগান লেখা ফেষ্টুন শোভা পায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.