নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে নকলে সহায়তায় তিন শিক্ষক ও এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে দায়িত্বরত কেন্দ্র সচিব। জানা যায়,এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা ২০২৩ এ নকল ও নকলে সহযোগিতা এবং পরীক্ষা কক্ষে স্মার্টফোন ব্যবহার করায় পরীক্ষার্থীসহ মোট ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার(৩ মে) রামুর মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার কেন্দ্রে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন তাদের বহিষ্কার করেন কেন্দ্র সচিব মেরংলোয়া রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিক।
বহিষ্কারকৃতরা হলেন পরীক্ষা কেন্দ্রে নকল ও নকল সরবরাহ করার অভিযোগে দক্ষিণ মিঠাছড়ি দাখিল মাদ্রাসার মানবিক বিভাগের ছাত্রী আকলিমা সুলতানা (রোল নং-২৪৬০৪১),পরীক্ষার্থীকে নকলে সহায়তার মাধ্যমে দায়িত্বে অবহেলা করায় কলঘর মহিলা মাদ্রাসার শিক্ষক হল পরিদর্শক খানে জাহান,রাবেতা মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীন ও পরীক্ষার কক্ষে পরীক্ষা চলমান অবস্থায় স্মার্টফোন ব্যবহার করে কথা বলার সময় হাতেনাতে ধৃত হওয়ার অপরাধে রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মুজিবুর রহমান।
রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ জানান,বহিষ্কার কৃত শিক্ষকরা এসএসসি ও দাখিল ও সমমানের পরীক্ষা ২০২৩ এর কোন পরীক্ষায় আর কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করতে পারবে না এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা জানান, সুন্দর পরীক্ষার হল উপহার দিতেও নকলমুক্ত পরিবেশে যেন শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা আমরা করেছি। কয়েকজন শিক্ষকের কারণে মহৎ ও মহান শিক্ষকদের সম্মানহানি হচ্ছে। আশা করছি নকলমুক্ত পরিবেশে সুন্দর পরীক্ষা দিবেন শিক্ষার্থীরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.